• Since 1983

News & Events

project-image

মানুষের সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ সম্ভব- আলহাজ্ব রফিক আহামদ

14-06-2022

‘আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য মানুষের সেবা প্রদান অব্যহত রাখতে হবে। রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই যারা রক্তদানে এগিয়ে আসেন তারা সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ লাভ করার সুযোগ পান।’ ১৪ই জুন মঙ্গলবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিশ্ব রক্তদাতা দিবস পালন উপলক্ষ্যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত বিনামুল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। এসময় তিনি আরও বলেন, মমতা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সেবা প্রদানে বিশেষত; মা ও শিশু স্বাস্থ্য সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে ১৯৮৩ সন হতে নিরলসভাবে কাজ করে আসছে।\r\nদিবসটি পালন উপলক্ষ্যে শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি আলহাজ্ব রফিক আহামদ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের সভাপতি ডা. তাহের খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, সাধারন সম্পাদক মো. রেজাউল করিম আজাদ, সদস্য মো. হারুন ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমুহকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।






See Also