• Since 1983

News & Events

project-image

ক্ষুদ্র ব্যবসায়ী হতে কোটিপতি রশিদ

21-12-2023

ফেনী জেলার সদর উপজেলার মিজান পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল রশিদ। স্থানীয়রা তাকে রশিদ ব্যবসায়ী হিসেবেই চিনে। বর্তমানে রশিদ এর সামাজিক অবস্থান বেশ ভালো ও সুপরিচিত। স্থানীয় বাজারে যে কয়জন সফল ব্যবসায়ী রয়েছেন তার মধ্যে রশিদ একজন। \r\nঅথচ বছর পাঁচেক আগেও তার এমন অবস্থা ছিলো না। চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। বেশ কয়েক বছর আগে রশিদ নিজের জমানো কিছু অর্থ দিয়ে একটি এসএস ও থাই এল্যুমিনিয়াম এর ক্ষুদ্র ব্যবসায় দাড় করান। পর্যাপ্ত মূলধন না থাকায় তিনি এ ব্যবসায়ে এগুতো পারছিলেন না। তবুও নিজের শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছিলেন সফলভাবে উঠে দাড়ানোর। স্থানীয় এক যুবকের পরামর্শে তিনি মমতা’র সম্পর্কে জানতে পারেন। মমতা তার উদ্যোগ ও পরিকল্পনা সরেজমিন পরিদর্শন ও কঠোর পরিশ্রমী মনোভাব দেখে তার জন্য এগিয়ে আসে। মোটামোটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। এরই মধ্যে বৈশ্বিক মহামারি করোনা ভয়াবহ ছোবল মেরে তার ব্যবসায়ের অনেক ক্ষতির মুখে পড়ে। \r\nতার উদ্যোমী মনোভাব দেখে করোনাকালীন সময়েও মমতা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ব্যবসায় বড় করার জন্য মমতা থেকে বৃহৎ পরিসরে ঋন সহায়তা গ্রহণ করে। এরপর তার ব্যবসা ক্রমেই বাড়তে থাকে। মমতা থেকে বর্তমানে তার ৬ লাখ টাকা ঋন গ্রহণ নিয়মিত কিস্তি পরিশোধ করে চলেছেন। এখন তার নিজের মালিকানাধীন ৫টি দোকান আছে। এছাড়াও সিএনজি অটোরিক্সা আছে ২৫টি। তিনি ৪৫ জন মানুষের কর্মসংস্থান করেছেন। \r\nমমতা সম্পর্কে তার একটি মন্তব্য ‘মমতা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার যুগোপযোগী মাধ্যম। মমতার জন্য আমি আর্থিকভাবে স্বাবলম্বী, ব্যবসায়ে উন্নতির ধারা অব্যাহত থাকায় আমার সামাজিক গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।’\r\n






See Also