• Since 1983

News & Events

project-image

পোশাক শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ মমতা’র

25-05-2022

মমতা পরিচালিত হার প্রজেক্টের আওতায় পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে গত ২৩ মে ও ২৪ মে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএসআর এর সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের আওতায় গেøাবাল শার্টস লি. ও মেন্স ফ্যাশন লি. এর পোশাক শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানের সহায়তায় উক্ত কার্যক্রমের মাধ্যমে উভয় কারখানার মোট ৮২১ জন পোশাক শ্রমিকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এবং ৩৬৭ জন শ্রমিকের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। উক্ত চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, গার্মেন্টস কারখানার পক্ষে মানবসম্পদ বিভাগের প্রধান শহিদুল কবীর ও এক্সিকিউটিভ রুলিয়া রহমান, মমতা’র সহকারী পরিচালক পার্থ সারথী বড়–য়া সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, গার্মেন্টস শ্রমিকদের জীবন দক্ষতা বৃদ্ধি ও তাদের জীবন মান উন্নয়নে হার প্রজেক্টের মাধ্যমে কাজ করছে মমতা।






See Also