• Since 1983

News & Events

project-image

৩ শিক্ষানুরাগীকে মমতা’র সংবর্ধনা

05-03-2023

নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের জন্য চট্টগ্রামের ৩ শিক্ষানুরাগীকে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা সংবর্ধনা প্রদান করেছে। ৪ মার্চ শনিবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধিতরা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নবনিযুক্ত ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আলাউদ্দিন আল আজাদ ও কুন্ডেশরী বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক পুরবী দাশ গুপ্তা। সংবর্ধিত ৩ জন মমতা’র সাধারণ পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্য।\r\nপবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙীর আলম যোসেফ। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক নির্দেশনায় সংবর্ধনার অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি সিমেন্ট, আয়রন মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আশফাক আহমেদ, মা ও শিশু হাসপাতালের ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, মমতা’র সাধারন সম্পাদক মনসুর মাসুদ, মনিকা বিশ^াস, মোস্তফা কামাল যাত্রা, মো. মোশারফ হোসেন, অরুন কুমার সাহা, মো. ফারুক ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইকবাল আল মাহামুদ। অনুষ্ঠানে মমতা কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞা সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।\r\nবক্তারা বলেন, সংবর্ধিত অতিথিগন নিজ নিজ কর্মস্থলে পদোন্নতী প্রাপ্তির মাধ্যমে যেমন নিজের মেধা ও শ্রমের যোগ্যতার প্রমান রেখেছেন তেমনি মমতা’র সদস্য হিসেবে আমাদের সকলকে গর্বিত করেছেন।\r\n






See Also