• Since 1983

News & Events

project-image

কৈশোর মেলা ও পুরষ্কার বিতরণী

30-06-2024

মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়াম প্রাঙ্গনে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মমতা’র কৈশোর মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কৈশোর মেলার উদ্বোধন করেন সিএমপি ডাবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার। উদ্বোধন শেষে মেলার স্টল ও কিশোর-কিশোরীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন অতিথিবৃন্দ। মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ, হালিশহর থানার এসআই সহদেব কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবক মাসুদ করিম চৌধুরী ও মমতা কৈশোর কর্মসূচির ফোকাল পারসন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার সহ অন্যান্যরা। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মৌসুমি সুলতানা পান্না, কিশোর-কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ ও প্রেমা। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির কৈশোর মেলায় কিশোর-কিশোরা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক নিজেদের তৈরী দেয়ালিকা প্রদর্শণ, পুষ্টি বিষয়ক স্টলের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ইত্যাদি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার ও ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।\r\nপ্রধান অতিথির বক্তব্য সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার বলেন, পড়াশুনার পাশাপাশি কিশোর-কিশোরীরা এধরনের গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকতে পারবে। এ ধরনের আয়োজনের জন্য তিনি মমতা ও পিকেএসএফ এর প্রশংসা করেন।






See Also