• Since 1983

News & Events

project-image

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে মমতা’র বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ

15-04-2023

বয়:সন্ধিকালীন অনেক কিশোরীই মাসিকের সময় স্কুলে আসতে চায় না। আবার অনেকেই স্কুল চলাকালীন মাসিক শুরু হওয়ার সময় অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হয়। সহপাঠী কিংবা অন্যের সাথে এটি নিয়ে আলোচনা করতে বিব্রতবোধ করে। হাতের নাগালে স্যানিটারি প্যাড না থাকায় নিজের সঠিক যত্ন নেয়া হয় না। এতে একদিকে মানসিক চাপে বাড়ে অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং জীবনেরই অবিচ্ছেদ্য অংশ হওয়া স্বত্তেও এটি নিয়ে আমাদের মাঝে অনেকেরই লজ্জাবোধ কিংবা জড়তা কাজ করে। কমিউনিটি পর্যায়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে কাজ করছে মমতা। এর ধারাবাহিকতায় আর্ন্তজাতিক ব্রান্ড লুলুলেমন এর সহায়তায় মমতার পরিচালিত ডাব্লিউইডাব্লিউডাব্লিউএলএসডি প্রকল্পের আওতায় সম্প্রতি নগরীর হালিশহরস্থ আনন্দবাজার ও সুন্দবীপাড়ায় নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে মোট ৭০ জন কিশোরী ও নারীদের মাঝে দুই মাসের জন্য এসব স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। স্যানিটারী ন্যাপকিন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা’র সহকারী পরিচালক মুজতাহিদা কাউসার, প্রকল্পের সেন্টার ইনচার্জ তাসমিয়া বিনতে জয়নাল সহ অন্যরা। টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) এর অভীষ্ট-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ এবং অভীষ্ট-৫: জেন্ডার সমতা অর্জনে কাজ করছে মমতা।






See Also