News & Events
আন্তর্জাতিক নারী দিবস পালন মমতা’র
14-03-2023‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালন করেছে। সোমবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস পালনের আয়োজন করে মমতা। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্না তালুকদার। নারী দিবস পালন উপলক্ষে অনগ্রসর নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাসিমা আক্তার রুমী, মো. ফারুক, মোহাম্মদ শাহারিয়ার, ইকবাল আল মাহামুদ, নাহিদ ফারহানা প্রমুখ। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে নারীরা কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ভ‚মিকা রাখছে। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্ঠায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা সমুহের কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। ফলে দেশ উন্নত আর সমৃদ্ধির গত দুই দশকে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। দেশকে অগ্রসর করতে হলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার থেকে অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রাখলে চলবে না। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে এক্ষেত্রে সমতা আনয়ন করতে হবে। নারী ও কন্যার জন্য তথ্য প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধি এবং প্রশিক্ষিত করে তুলতে হবে।