• Since 1983

News & Events

project-image

‘শীতকালীন সবজি চাষ’ বিষয়ে মমতা’র প্রশিক্ষন

27-11-2022

খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নিশ্চিত করণের লক্ষ্যে দক্ষ কৃষক তৈরীর জন্য গত ২১ ও ২২ নভেম্বর ২দিন ব্যাপী মমতার কৃষি ইউনিট এর উদ্যোগে ‘শীতকালীন সবজি চাষ’ বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলার মমতা’র চাতরী শাখার বরুমচড়া গ্রামের হন্দুলার বাড়িতে \"শীতকালীন সবজি চাষ\" বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে মমতার কৃষি ইউনিট এর চাতরী শাখা হতে ২৫ জন উপকারভোগী অংশ গ্রহণ করেন। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের প্রশিক্ষণের প্রথম দিনে বায়ার ক্রপ সাইন্স লিমিটেড, চট্টগ্রামের টেরিটরি এক্সিকিউটিভ অফিসার ও এক জন সফল কৃষক সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনের আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী প্রতিনিধি ও মমতা\'র কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদেরকে শীতকালীন সবজি চাষ বিষয়ক বিভিন্ন তাত্ত্বিক বিষয় জানানো পাশাপাশি ব্যবহারিকভাবে মাঠ পর্যায়ে নিয়ে হাতে কলমে বিভিন্ন বিষয় শেখানো হয়।\r\n






See Also