• Since 1983

News & Events

project-image

এমএফ-সিআইবি সংক্রান্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ফিল্ড রেডিনেস বিষয়ক সভা

24-11-2022

মাইক্রোফাইন্যান্স- সিআইবি তে অর্ন্তভুক্তকরনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ফিল্ড রেডিনেস বিষয়ক সভা বুধবার ২৩ নভেম্বর নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এমআরএ এর পরিচালক মুহাম্মদ মাজেদুল হক। সভায় সেশন পরিচালনা করেন এমআরএ-এর উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, উপ-পরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রামার মো.নাসিমুজ্জামান। সভার সমাপনী শেষনে বক্তব্য রাখেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। \r\n\r\nসভায় এমএফ-সিআইবি সংক্রান্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ফিল্ড রেডিনেস বিষয়ে বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারসহ মমতা’র পরিচালকবৃন্দ। এছাড়াও সভায় মমতা সঞ্চয় ও ঋনদান কর্মসূচির সহকারী পরিচালকবৃন্দ, আইসিটি অফিসারবৃন্দ, এমআইএস ও একাউন্টস অফিসারসহ শাখা হিসাব রক্ষকগন অংশগ্রহণ করেন।\r\n\r\nপ্রধান অতিথির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এমআরএ এর পরিচালক মুহাম্মদ মাজেদুল হক বলেন, এটা অস্বিকার করার উপায় নেই যে, মাইক্রোফাইন্যান্স খাত দেশের অর্থনীতির অতীব গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে এখন সর্বমহলে স্বীকৃতি পেয়েছে। সঞ্চয় ও ঋণদান কর্মসূচির গ্রাহকদের ঋন সংক্রান্ত তথ্যাবলির জানার ক্ষেত্রে সিআইবি বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। তাই সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান সমুহের কর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করা বাঞ্চনীয়। এছাড়াও সভায় সরকারের যুগান্তকারী পদক্ষেপসমুহ ও এমআরএ কর্তৃক জনবান্ধব কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়।






See Also