• Since 1983

News & Events

project-image

‘মানবিক ডাক্তার ছিলেন রেজাউল করিম চৌধুরী’-মমতা’র শোকসভায় বক্তারা

20-09-2022

মমতা’র শোকসভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল\r\n\r\nবেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত কাজির দেউরীস্থ মমতা স্বাস্থ্য কেন্দ্র-৪ এর সিনিয়র মেডিকেল অফিসার প্রয়াত ডা. রেজাউল করিম চৌধুরীর স্মরনে মমতা’র আয়োজনে শোকসভা সোমবার নগরীর হালিশহরস্থ মমতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এছাড়া সদ্য প্রয়াত ডা. রেজাউল করিম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানা ও একজন নিবেদিত চিকিৎসক হিসেবে প্রয়াত ডা. রেজাউল করিমের অবদানের কথা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- মমতা’র সাধারন সম্পাদক মনসুর মাসুদ, মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক সুব্রত বড়–য়া, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ, নাহিদ ফারহানা, মরহুম ডা. রেজাউল করিমের সহধর্মিনী হুরে জান্নাত, এম.এম এরশাদ সহ মমতার স্বাস্থ্য কর্মসূচির কন্সাল্টেন্ট, মেডিকেল অফিসারসহ মরহুমের সহকর্মীবৃন্দ।\r\nশোকসভায় স্মৃতিচারনে বক্তারা বলেন, ‘ডা. রেজাউল করিম চৌধুরী কেবল একজন চিকিৎসক হিসেবেই নয় বরং একজন মানুষ হিসেবেও অনেক মানবিক গুনাবলীর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার নিকট হতে চিকিৎসা সেবা পেয়েছেন। চিকিৎসা সেবায় তিনি একজন মানবিক ডাক্তার ছিলেন।’\r\n\r\n






See Also