• Since 1983

News & Events

project-image

নারী উদ্যোক্তা সৃষ্টিতে পণ্যের মূল্য নির্ধারন ও মোড়কজাতকরণ পদ্ধতি বিষয়ে মমতা’র প্রশিক্ষন

01-08-2022

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী পণ্যের মূল্য নির্ধারন ও মোড়কজাতকরণ পদ্ধতি বিষয়ক মমতা’র প্রশিক্ষন কর্মশালা রবিবার ৩১ জুলাই সম্পন্ন হয়েছে। মমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউডাব্লিউ এল এস ডি) প্রকল্পের আওতায় নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের উদ্বোধন করেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে পণ্যের মূল্য নির্ধারন ও মোড়কজাতকরণ পদ্ধতি বিষয়ে হাতে কলমে শিখানো হয়। নগরীর বিভিন্ন স্থান হতে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা বিনামূল্যে উক্ত প্রশিক্ষনের সুযোগ লাভের জন্য মমতা ও লুলুলেমন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কর্মদক্ষতা ও পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, প্রকল্প সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, সমাজে নারীর ক্ষমতায়ন ও নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মজীবী নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধিতে ডাব্লিউ ই ডাব্লিউডাব্লিউ এলএসডি প্রকল্পের মাধ্যমে কাজ করছে মমতা।\r\n






See Also