• Since 1983

News & Events

project-image

মমতা’র মৎস্য ইউনিটে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০২২ পালন

25-07-2022

মমতা পরিচালিত সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের অধীনে চট্রগ্রামের কর্ণফুলী উপজেলায় \"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ\" এই প্রতিপাদ্যে মমতা ও কর্ণফুলী উপজেলার মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২, গত ২৪ জুলাই উদযাপিত হয়। পিকেএসএফ এর সহযোগিতায় পরিচালিত উক্ত ইউনিটের মমতা\'র মৎস্য কর্মসূচি ভুক্ত মাছচাষী ও খামারী এবং বিভিন্ন স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালীতে কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্তরের মাছচাষী ও খামারী এবং মমতা\'র মৎস্য কর্মসূচি ভুক্ত মাছচাষী ও খামারী ছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং মমতা\'র কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। র্যালী শেষে কর্ণফুলী উপজেলার সভা রুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিদারুল আলম চৌধুরী এবং উপজেলা ভাইস চেয়ারম্যান বানেজা বেগম নিশি । এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা\'র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার এবং মমতা\'র সমন্বিত কৃষি ইউনিটের সহকারী পরিচালক। সভা শেষে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর খালে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। \r\n






See Also