• Since 1983

News & Events

project-image

মাহে রমজানে মমতা’র হামদ ও নাতে রাসুল (সা:) প্রতিযোগিতা

27-04-2022

মমতা’র পরিচালনাধীন কৈশোর কর্মসূচির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হামদ ও নাতে রাসূল (সা:) প্রতিযোগিতা মঙ্গলবার ২৬ এপ্রিল নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনীতে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন। পিকেএসএফ সহায়তায় পরিচালিত কর্মসূচির দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, কৈশোর কর্মসূচির ফোকাল পারসনসহ কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ মমতা’র কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতায় নগরীর ১৭টি কিশোর-কিশোরী ক্লাব অংশগ্রহণ করেন। \r\nপ্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর-কিশোরীদের মেধা বিকাশের ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। মমতা ও পিকেএসএফ এর হামদ ও নাতে রাসুল (সা:) প্রতিযোগিতা সহ এধরনের উদ্যোগের ফলে কিশোর-কিশোরীদের সুকুমার বৃত্তির পরিস্ফুটনে সহায়ক ভুমিকা পালন করবে। এ জন্য তিনি আয়োজকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।\r\n






See Also