• Since 1983

News & Events

project-image

কক্সবাজারে মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির সম্মিলন

15-02-2023

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বার্ষিক সম্মিলন ২০২৩ (চট্টগ্রাম দক্ষিন, বান্দরবান ও কক্সবাজার) সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত সম্মিলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনূকুল ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, বাংলাদেশ সিমেন্ট এন্ড আয়রন , স্টীল মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আশফাক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক লায়ন জাহাঙ্গীর আলম দোভাষ । পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মিলনে অভিমত প্রকাশ করেন মমতা’র কার্যকরী পরিষদের সদস্য প্রকৌশলী অরুন কুমার সাহা, স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারন সম্পাদক মনসুর মাসুদ। \r\n\r\nএছাড়াও সম্মিলনে মমতা’র কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। অভিমত প্রকাশ করেন সুব্রত বড়–য়া, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ, শ্যামল কান্তি দাশ, রফিকুল ইসলাম, এবং মাঠ কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন ক্রেডিট অফিসার মো. সিরাজুল ইসলাম। চট্টগ্রাম দক্ষিন, বান্দরবান ও কক্সবাজার এর অন্তগর্ত মোট ১২টি শাখার কর্মকর্তা-কর্মীগন উক্ত সম্মিলনে অংশগ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘটে।\r\n\r\nপ্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ বলেন, সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা কাজ করছে। মমতা দীর্ঘ ৪ দশক ধরে সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করে এখন সমাজসেবার জগতে একটি ব্রান্ড ভ্যালু অর্জন করেছে। আশা রাখি মমতা এ ধারা অব্যহত রাখবে আগামীতেও।






See Also