News & Events
মমতার সহায়তা আমার উদ্যোক্তা হওয়া পথে বন্ধুর মতে কাজ করেছে- খালেদা
28-11-2024খালেদা জাহান সিদ্দীকী। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরটেক এলাকার বাসিন্দা। তিনি ২০১৪ সন হতে মমতা সঞ্চয় ও ঋনদান কর্মসূচির একজন নিয়মিত সদস্য। নিজের সফলতার গল্পের প্রসঙ্গে খালেদা বলেন, একসময় আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিলো না। আমার স্বামীর আয়ের উপরই পরিবারের সকল সদস্যর খোরপোষ চালাতে হতো। আমি ভাবলাম আমাকেও কিছু একটা করতে হবে যাতে আমার স্বামীর কষ্টটা একটু কম হয়। আমাদের গ্রামের অনেকেই শুটকীর ব্যবসা করতো বিধায় আমিও এই ব্যবসা করার চিন্তা করি। ব্যবসা করতে যেটা প্রথমেই দরকার তা হলো মূলধন সেটি আমার ছিলো না। আমি মমতা সম্পর্কে জানতে পারলাম, যেসব নারীরা উদ্যোক্তা হতে চায় বা নিজেরা স্বাভলম্বী হতে চায় মমতা তাদেরকে ঋণ প্রদান করে। সেখান থেকেই বেশ অনুপ্রাণিত হই। মমতা কক্সবাজার সদর শাখার সাথে সংযুক্ত হই। সেখান থেকে ঋন নিয়েই আমি আমার বাড়ির পাশে শুটকীর ব্যবসা শুরু করি। তিনি আরও বলেন, আমি কক্সবাজার এলাকার ফিসারীঘাট এর জেলেদের থেকে বিভিন্ন প্রকার কাঁচা মাছ ক্রয় করে সেগুলি শুকিয়ে শুটকী করে বিক্রী করি। তার উৎপাদনকৃত শুটকী মাছ উৎপাদনকৃত কক্সবাজার সদর, চট্টগ্রাম সহ সারাদেশের নানাপ্রান্তে বিক্রী করেন। তিনি প্রতি সপ্তাহে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা মাছ ক্রয় করেন । লবন খরচ, শ্রমীকদের বেতন, অন্যান্য আনুসাঙ্গিক ব্যয় বাদে প্রতিমাসে তার ১ লাখ ৫০ হাজার টাকা আয় হয়। এই টাকা দিয়ে খুব ভালোভাবে সংসারের খরচ ছেলেমেয়েদের লেখাপড়া সহ সমাজের জন্য কিছু করার চেষ্টা করেন তিনি। এ জন্য তিনি মমতার প্রতি কৃতজ্ঞ।