• Since 1983

News & Events

project-image

মমতা\'র বিশেষ সাধারণ সভা ২০২৪

01-07-2024

মমতার বিশেষ সাধারণ সভা শনিবার পটিয়াস্থ মমতা ডেইরী ফার্ম এন্ড এগ্রোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহীদুল আলম, অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর। সভায় বিগত সাধারণ সভার প্রস্তাবনা পেশ করেন মমতার সাধারণ সম্পাদক অধ্যাপক পূরবী দাশ গুপ্তা । বিগত বাজেট পর্যালোচনা ও ২০২৪–২৫ অর্থবছরের বাজেট মমতার কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ অরুন কুমার সাহার পক্ষে পেশ করেন মমতার পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন ২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়। সভায় বার্ষিক প্রতিবেদন ২০২৩ হস্তান্তর করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। উক্ত সভায় ২০২৪ –২৫ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ, এবং সংস্থার বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়।মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ–প্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য রাখেন - সাইফুল ইসলাম, জেসমিন সুলতানা পারু, বদিউজ্জামান খান ননী, মনসুর মাসুদ, মোস্তফা কামাল যাত্রা, মোহাম্মদ শাহারিয়ার, ডা. মোরশেদা বেগম, ডা. ফারহানা তাবাসসুম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম বলেন, একুশে পদক প্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মমতা যেভাবে এগিয়ে চলেছে তা সারাদেশের জন্য অনুসরনীয়। তিনি মমতার সকল কার্যক্রমের ও রফিক আহামদ এর সুদক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।






See Also