• Since 1983

News & Events

project-image

নারী উদ্যোক্তা সৃষ্টিতে মমতা’র ব্লক, বাটিক, টাই-ডাই প্রশিক্ষন

23-07-2022

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৩ দিন ব্যাপী মমতা’র বøক, বাটিক, টাইডাই প্রশিক্ষন কর্মশালা সম্প্রতি সম্পন্ন হয়েছে। মমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউ এল এস ডি) প্রকল্পের আওতায় নগরীর হালিশহরস্থ মমতার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।\r\n আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়। \r\nপ্রশিক্ষনে ব্লক, বাটিক, টাইডাই এর মাধ্যমে কিভাবে হস্ত শিল্পের বিভিন্ন পন্য তৈরী করতে হয় সে বিষয়ে হাতে কলমে শিখানো হয়। নগরীর বিভিন্ন স্থান হতে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা বিনামূল্যে উক্ত প্রশিক্ষনের সুযোগ লাভের জন্য মমতা ও লুলুলেমন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনদিন ব্যাপী উক্ত প্রশিক্ষনে সমাপনীতে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও বøক, বাটিক, টাইডাই এর ম্যানুয়েল প্রদান করা হয়।\r\n






See Also