• Since 1983

News & Events

project-image

ছিপাতলীতে মমতা’র সম্মাননা, হুইল চেয়ার বিতরণ ও প্রবীন সামাজিক কেন্দ্র উদ্বোধন

17-07-2022

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালনাধীন প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির হাটহাজারীর ছিপাতলী ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়নের শ্রেষ্ঠ প্রবীন ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান এবং বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ শনিবার ১৬ই জুলাই স্থানীয় ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন প্রবীন কমিরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবারক এবং প্রধান বক্তা ছিলেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ৬নং ছিপাতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আহসান লাভূ। স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নুরুল আবেদীন জসীম। \r\nঅনুষ্ঠানে সামাজিক অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবারক এম.এ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফরিদ আহমদ এমএসসি এবং চৌধুরী শাহাব উদ্দিন আহাম্মদকে, চিকিৎসা সেবায় ডা. আবুল খায়েরকে শ্রেষ্ঠ প্রবীন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সামাজিক অবদানের জন্য ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ নুরুল আহসান লাভূ, চিকিৎসা ক্ষেত্রে ডা. আবু সৈয়দ রাশেদুল হাসান, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সাংবাদিক আলমগীর অপু, করোনাকালীন অক্সিজেন সেবায় মোহাম্মদ একরাম উদ্দিনকে ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা প্রদান করা হয় । এছাড়াও অনুষ্ঠানে শারিরীকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠান পরবর্তীতে প্রবীনদের জন্য নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফরিদ আহমদ প্রবীন সামাজিক কেন্দ্র’ উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উক্ত কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা প্রবীনদের জন্য এ ধরনের মহতী কর্মসূচি বাস্তবায়নের জন্য মমতা ও পিকেএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।






See Also