• Since 1983

News & Events

project-image

মমতা’র আরবান প্রকল্পের প্রশিক্ষন

29-06-2022

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে ক্লিনিকের গুনগত মান নিশ্চিতকরণ, সংক্রমন প্রতিরোধ এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ই জুন নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। প্রশিক্ষনের সমাপনীতে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ অংশগ্রহনকারীদের নিকট সনদপত্র তুলে দেন। প্রশিক্ষনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার প্রমুখ। এছাড়াও প্রশিক্ষনে ক্লিনিকের গুনগত মান নিশ্চিতকরণ, সংক্রমন প্রতিরোধ বিষয়ক সেশন পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুখেশ কুমার দত্ত। এছাড়াও প্রশিক্ষনে প্রকল্প ব্যবস্থাপক, মমতা মাতৃসদনের কনসাল্টেন্ট ও মেডিকেল অফিসারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।\r\nবক্তারা প্রশিক্ষনের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় জানান, স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে ক্লিনিকের গুনগত মান নিশ্চিতকরণ, সংক্রমন প্রতিরোধ এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক স্বাস্থ্যকর্মীর জন্য এই প্রশিক্ষনের বিকল্প নেই। \r\n






See Also