• Since 1983

News & Events

project-image

মমতা’র বিশেষ সাধারণ সভা ২০২২

27-06-2022

মমতা’র বিশেষ সাধারণ সভা ২৬ই জুন সোমবার নগরীর হালিশহরস্থ মমতার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. সোহানুর মোস্তফা শাহারিয়ার, মো. যোবায়ের আলম ও মো. আশরাফ উদ্দিন। সভায় বিগত সাধারন সভার প্রস্তাবনা সাধারন সম্পাদকের পক্ষে পেশ করেন মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। বিগত বাজেট পর্যালোচনা ও ২০২২-২৩ অর্থবছরের বাজেট মমতা’র কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন এর পক্ষে পেশ করেন মমতা’র পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ। এছাড়াও মমতা’র পারসোনাল ম্যানুয়েল সংশোধনীর বিষয়ে উপস্থাপনা করেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন ২০২১ এর মোড়ক উন্মোচন করা হয় এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনার বিষয়ে উপস্থাপন করেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ। উক্ত সভায় ২০২২ -২৩ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ এবং সংস্থার বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন সাবিহা নাহার বেগম, সৈয়দ মোরশেদ হোসেন, নাসিমা আক্তার রুমী, মো. হারুন ইউসুফ, অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ, মোস্তফা কামাল যাত্রা, জেসমিন সুলতানা পারু প্রমুখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারন সম্পাদক মনসুর মাসুদ। সভায় অন্যান্য’র মধ্যে মমতার সাধারন পরিষদ, উপদেষ্টা পরিষদ ও উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।\r\nপ্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম বলেন, ‘মমতা’র সার্বিক কার্যক্রম বিশেষত; স্বাস্থ্য সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।’\r\n






See Also