• Since 1983

News & Events

project-image

কিশোর-কিশোরীদের মাঝে মমতা’র বই এবং ক্রীড়া সামগ্রী বিতরণ

27-06-2022

মমতা’র পরিচালনাধীন কৈশোর কর্মসূচির আয়োজনে নগরীর বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের মাঝে বই এবং ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম, প্রধান বক্তা ছিলেন চসিক ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক। ৭টি কিশোর ও ৭টি কিশোরী মোট ১৪ টি ক্লাবের সমন্বয়ে মূল্যবোধ বিষয়ে ওরিয়েন্টেশন, ক্লাবে মিনি পাঠাগারের জন্য প্রতিটি ক্লাবে ২৯টি বই এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পিকেএসএফএর সহায়তায় বাস্তবায়নাধীন উক্ত কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক (সমন্বয়) স্বপ্না তালুকদার, সহকারী পরিচালক ও কর্মসূচির ফোকাল পারসন, কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রমুখ। \r\nআলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মমতা সবসময় সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন সহ কিশোর-কিশোরী মেধা মনন ও তাদের সুকুমার বৃত্তিতে বিশেষ সহায়তা প্রদান করে আসছে। মমতা কৈশোর কর্মসূচির আওতায় বই এবং ক্রীড়া সামগ্রী বিতরনের মাধ্যমে কিশোর-কিশোরীদের মেধা ও ক্রীড়াশক্তি বিকাশে সহায়ক ভুমিকা পালন করবে। এ ধরনের মহতী কার্যক্রমের জন্য পিকেএসএফ ও মমতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথিসহ বক্তারা।\r\n






See Also