• Since 1983

News & Events

project-image

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে মমতা’র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড প্রোডাক্ট ফটোগ্রাফি কর্মশালা

19-06-2022

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দিন ব্যাপী মমতা’র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড প্রোডাক্ট ফটোগ্রাফি প্রশিক্ষন কর্মশালা নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে গত ১৮ই জুন সম্পন্ন হয়েছে। মমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউ এল এসডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদেরকে কর্মশালার ম্যানুয়েল প্রদান করা হয়।\r\nপ্রশিক্ষন সমাপনীতে সেশনে প্রধান অতিথি ছিলেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ারসহ প্রকল্প সমন্বয়কারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, সমাজে নারী ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠা করনে নারীর অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই। সেক্ষেত্রে কারিগরী দক্ষতার ও প্রশিক্ষনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীরাসহ নতুন প্রমিলা উদ্যোক্তা সৃষ্টিতে এই প্রকল্প প্রশংসনীয়ভাবে কাজ করছে। প্রশিক্ষনার্থীরা এ ধরনের যুগোপযোগী ও প্রায়োগিক প্রশিক্ষন আয়োজনের জন্য মমতা ও লুলুলেমনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।






See Also