• Since 1983

News & Events

project-image

পরিবেশ সুরক্ষা বিষয়ে মমতা’র ওরিয়েন্টেশান কর্মশালা

11-06-2022

মমতা’র পরিচালনাধীন কৈশোর কর্মসূচির আয়োজনে জাতীয় পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে কিশোর-কিশোরী অংশগ্রহনে পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা ও চারা বিতরণ গত ৯ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এর আগে পরিবেশ সুরক্ষা বিষয়ক এক ওরিয়েন্টশান কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নগরীর ১৭টি কিশোর-কিশোরী ক্লাব অংশগ্রহন করে। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির অনুষ্ঠানে খুলশীস্থ ঝাউতলা কিশোর ও কিশোরী, পাহাড়তলীস্থ আমবাগান কিশোর ও কিশোরী, ইপিজেডস্থ ইপিজেড কিশোর ও কিশোরী, বন্দরস্থ আনন্দবাজার কিশোর ও কিশোরী, হালিশহরস্থ হালিশহর কিশোর ও কিশোরী, ডবলমুরিং থানাস্থ আগ্রাবাদ কিশোর ও কিশোরী, মুহুরীপাড়া কিশোর ও কিশোরী, মিস্ত্রীপাড়া কিশোর ও কিশোরী এবং আসকারাবাদ কিশোর ক্লাব অংশগ্রহন করে। মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ।\r\nঅনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মমতা’র উপ-পরিচালক আহমদ ইউসূফ হারুন, কর্মসূচির ফোকাল পারসন, সহকারী পরিচালক, কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।\r\nপ্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, কিশোর-কিশোরীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে পরিবেশ সুরক্ষার বিষয়ে আরও সহায়ক হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগের জন্য মমতা ও পিকেএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।\r\n






See Also