• Since 1983

News & Events

project-image

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে মমতা’র সুইং এন্ড কাটিং প্রশিক্ষন

29-05-2022

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৩ দিন ব্যাপী মমতা’র প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষন নগরীর বন্দরটিলায় ২৪ মে সম্পন্ন হয়েছে। এর আগে গত ১৮ই মে আরেকটি সুইং এন্ড কাটিং ব্যাচের প্রশিক্ষন সম্পন্ন হয়।\r\nমমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউএল এসডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও ম্যানুয়েল, কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। \r\n\r\nপ্রশিক্ষন সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণ করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন –পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক মো. আশরাফুল হক, ব্যবস্থাপক মো. কামরুল হাসান, সহকারী ব্যবস্থাপক সুমন চৌধুরী, মমতা’র পরিচালক ইকবাল আল মাহামুদ, পরিচালক প্রিয়তোষ দাশ প্রমুখ। প্রশিক্ষনার্থীরা এ ধরনের যুগোপযোগী ও প্রায়োগিক প্রশিক্ষন আয়োজনের জন্য মমতা ও লুলুলেমনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।\r\n\r\n






See Also