• Since 1983

News & Events

project-image

মমতা’র নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্যের ব্যবহারিক কর্মশালা

26-04-2022

নতুন নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউএল এসডি) প্রকল্পের আওতায় কাটিং ও সুইং, ক্যাটারিং সার্ভিস, ব্লক-বাটিক টাইডাই, লেদার ও জুট দিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের পন্য তৈরী, বিউটিফিকেশন প্রশিক্ষন সহ বিভিন্ন প্রশিক্ষন প্রদান করে আসছে। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের এসব প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করছে মমতা। গত সোমবার ২৫ এপ্রিল নগরীর হালিশহরের বড়পুলে অবস্থিত নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্যের প্রদর্শনী ও বিপনন কেন্দ্রে প্রশিক্ষন প্রাপ্ত এসব উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি ব্যবহারিক কর্মশালার আয়োজন করে মমতা। ব্যবহারিক কর্মশালায় প্রশিক্ষন প্রাপ্ত এসব নারী উদ্যোক্তারা স্বীয় উদ্যোগে তৈরীকৃত এসব পণ্য সামগ্রী প্রদর্শন করে। প্রধান অতিথি হিসেবে ব্যবহারিক কর্মশালায় নারী ও ক্ষ্দ্রু উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্যের প্রদর্শনী ও বিপনন কেন্দ্র পরিদর্শন করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। এসময় মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ উদ্যোমী নারী উদ্যোক্তাদের তৈরীকৃত কুটির শিল্পের পন্য, বøকের শাড়ি, থ্রি-পিছ, ক্যাটারিং সার্ভিসের বিভিন্ন খাদ্য সামগ্রী, সৌন্দয্য বর্ধনে ব্যবহৃত শো-পিছ, গয়না সহ বিভিন্ন বস্ত্র ও উপকরন সামগ্রীর গুনগত মান, কর্মদক্ষতার প্রশংসা করেন। সমাজের ক্ষুদ্র উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের আরও স্বাবলম্বী হতে মমতা’র সার্বিক সহায়তা প্রদান অব্যহত রাখার আশ্বাস ব্যক্ত করেন। \r\n






See Also