• Since 1983

News & Events

project-image

মমতা’র আরবান প্রকল্পের সমন্বয় সভা

21-04-2022

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের মাসিক সমন্বয় সভা গত বুধবার ২০ এপ্রিল নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুল করিম সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের আওতায়ধীন নগর মাতৃসদন, নগর স্বাস্থ্য কেন্দ্র সমুহের মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মীবৃন্দ সার্বিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ প্রকল্পের নিয়োজিত সকল চিকিৎসক, স্বাস্থ্য কর্মীসহ অন্যান্যদেরকে সমাজের প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানে সর্বাধিক আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব পোষন এবং তা বাস্তবায়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।\r\n






See Also