• Since 1983

News & Events

project-image

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্যের প্রদর্শনী পরিদর্শনে মমতা’র প্রধান নির্বাহী

21-04-2022

নতুন নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউএল এসডি) প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষন প্রদান করে আসছে। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের এসব প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়। বুধবার ২০ এপ্রিল হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত প্রান্তিক পর্যায়ের এসব নারী ক্ষু্দ্র উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্যের প্রদর্শনী ও বিপনন কেন্দ্র পরিদর্শন করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার প্রমুখ। এসময় মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ উদ্যোমী নারী উদ্যোক্তাদের তৈরীকৃত ব্লকের শাড়ি, থ্রি –পিছ, শো পিছ সহ বিভিন্ন বস্ত্র ও উপকরন সামগ্রীর গুনগত মান, কর্মদক্ষতার প্রশংসা করেন। সমাজের ক্ষুদ্র উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের আরও স্বাভলম্বী হতে মমতা সহায়তা অব্যহত রাখার আশ্বাস ব্যক্ত করেন।\r\n






See Also