• Since 1983

News & Events

project-image

মমতা’র ইফতার ও দোয়া মাহফিল

19-04-2022

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র উদ্যোগে খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ই এপ্রিল সোমবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার ও দোয়া মাহফিলের এক সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং মমতা’র কার্যক্রম সম্পর্কে মতামত ব্যক্ত করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ, সাধারন সম্পাদক মনসুর মাসুদ, কার্যকরী পরিষদের সদস্য অরুন কুমার সাহা, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক সহ পরিচালকবৃন্দ। মমতা’র সকল প্রকল্প/কর্মসূচির সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মমতা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা ও এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী। \r\nমমতা’র খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলে মমতার প্রধান নির্বাহী বিশেষ অভিমত প্রকাশে বলেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের সকলের জন্য একটি পবিত্রতম একটি মাস। এ মাসের পবিত্রতা রক্ষার্থে ও মাহে রমজানের প্রতি সম্মানার্থে মমতা প্রতিবছর এ আয়োজন করে থাকে। মমতা বিশ্বাস করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও কল্যানের মাধ্যমেই শান্তি নিহিত রয়েছে। তাই এ মাসটির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে মমতা।’ এছাড়াও পবিত্র রমজান মাসের কল্যানে তিনি দেশ ও জাতির আধ্যাত্মিক মঙ্গলকামনায় সকলের প্রতি বিশেষ আহ্বান জানান।’\r\n






See Also