• Since 1983

News & Events

project-image

প্রান্তিক উদ্যোক্তাদের জন্য মমতা’র মৎস্য চাষের প্রশিক্ষন

10-04-2022

মমতা পরিচালিত কৃষি, মৎস ও প্রানিসম্পদ ইউনিটভুক্ত মৎস খাতের আওতায় গত ০৬-০৭ এপ্রিল উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে সেশন পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুল হক, আনোয়ারা উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোঃ হজ্জাতুল ইসলাম, মেগা ফিডের সহকারী ব্যবস্থাপক কৃষিবিদ আরাফাত হোসাইন। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে পুকুর প্রস্তুত প্রণালী, মাছের সম্পূরক খাবার তৈরি এবং মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা হাতে কলমে দেখানো, বাণিজ্যিক মাছ চাষ: কার্প ফ্যাটেনিং, মাছের পোনা উৎপাদন, ভিয়েতনাম পাঙ্গাস চাষ, উচ্চ মূলের মাছ চাষ ( চিতল, শিং টেংরা) ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনে অন্যান্যদের সাথে মমতার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






See Also